চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্ষতিপূরণ চায় আলভেজের ক্লাব

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের কাছে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় মেক্সিকান ক্লাব পুমাস। চুক্তিতে বর্ণিত আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবি করেছে তারা।

ক্লাবটি মনে করে, ধর্ষণের অভিযোগ উঠেছে মানে আলভেজ চুক্তি ভঙ্গ করেছেন এবং সেজন্য ক্লাবকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

Bkash July

‘চুক্তির চর্তুদশ ও পঞ্চদশ ধারায় বলা আছে খেলোয়াড়দের দ্বারা চুক্তির শর্ত ভঙ্গ হলে তারা ক্লাবকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। পঞ্চদশ ধারা অনুযায়ী সেই ক্ষতিপূরণের পরিমাণ হবে পাঁচ মিলিয়ন ডলার যা ট্যাক্স ফ্রি হবে’, এমনটাই দাবি পুমাসের।

আলভেজ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে ফিফার কাছে যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে পুমাস।

Reneta June

‘ক্ষতিপূরণ আদায়ে ফিফা বা অন্য কোন প্রতিষ্ঠানে যাওয়ার আগে যে কোন বা সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে পুমাসের। এটি চুক্তির পঞ্চদশ ধারায় বলা আছে যাতে সে সম্মত হয়েছিলো।’

গত বছরের জুলাইয়ে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএমে যোগ দেন আলভেজ। সম্প্রতি সেই চুক্তি বাতিল করে ক্লাবটি। পুমাস ক্লাবের মালিক লিওপোল্ডো সিলভা সাংবাদিকদের বলেছিলেন,‘ক্লাব আমাদের প্রতিষ্ঠানের কোনো সদস্য, তারা যেই হোক না কেন চেতনা এবং এর মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন কাজকে সহ্য করা হবে না।’

আলভেজ বর্তমানে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে বন্দী আছেন।

Labaid
BSH
Bellow Post-Green View