একটি মাত্র কিউআর কোড দিয়ে ব্যাংক ও মোবাইল অর্থ লেনদেন
এখন থেকে একটি মাত্র কিউআর কোড দিয়ে সবধরনের ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী একাউন্টে পেমেন্ট করা যাবে। শুধু শপিং মল বা সুপার শপ নয় ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে পেমেন্টও করা যাবে সার্বজনীন এই কিউআর কোডে। কেন্দ্রিয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, শুরুতে ১৮টি ব্যাংক ও ৫টি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠন যুক্ত হলেও ধীরে ধীরে সবগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানই ক্যাশলেস ট্রানজেকশনের আওতায় আসবে।