কাতার বিশ্বকাপের গ্রুপিং হওয়ার পর থেকেই আলোচনায় গ্রুপ ‘বি’। রাজনৈতিক কারণে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক থাকা ইরান কিভাবে সামলে নেবে, এমন এক প্রশ্ন ইংলিশ মিডিয়া থেকে শুনেছেন আলীরেজা জাহানবখশ। ইরানের অধিনায়ক বলেছেন- খেলতে এসেছেন, প্রতিবাদ করা তাদের মুখ্য নয়।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েলসের বিপক্ষে লড়ে শেষ ষোলোর টিকিট কাটতে চাইছে ইরান। ২১ নভেম্বর নিজেদের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের প্রতিহত করার আশার আগে আলীরেজার কাছে জানতে চাওয়া হয়েছিল কোনো ধরনের প্রতিবাদ, বিশেষ করে ইরানে চলমান মাশা আমিনি ইস্যু অথবা নারী অধিকার নিয়ে কিছু করবেন কিনা। শান্ত মাথায় জবাবও দিয়েছেন ২২ বর্ষী তারকা।
‘যেটা বলতে যাচ্ছি, আমরা ফুটবল খেলতে এসেছি। যেজন্য এখানে এসেছি আমাদের সবার অন্যতম লক্ষ্য ওই দিকেই। মানসিক খেলা খেলতে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন যাচ্ছে, যাই হোক না কেনো! আমরা জীবনের সবচেয়ে বড় খেলাটি থেকে মাত্র চার দিন দূরে আছি।’
প্রতিপক্ষ ইংল্যান্ড বলে আগ্রহ বা জয়ের ক্ষুধা বেশি কিনা, ইংলিশ মিডিয়ার এমন প্রশ্নেও খোলসে থেকেছেন আলীরেজা, ‘বিশ্বাস করুণ, জানি না ইংল্যান্ড যদি আমাদের গ্রুপের না হতো তাহলে এই প্রশ্ন করতেন কিনা! গত কয়েক সপ্তাহ আমরা ইংলিশ মিডিয়া থেকে এমনকিছু শুনছি। যখন বিশ্বকাপে মুখোমুখি হবো, তখন এই ধরনের শিরোনাম হবে, তাতে কোনো কারণ দরকার পড়ে না।’

গ্রুপ বি-তে প্রথম ম্যাচে ২১ নভেম্বর মাঠে নামবে ইরান-ইংল্যান্ড। ২৫ তারিখ ওয়েলসের বিপক্ষে লড়ার পর ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরীক্ষা নেবে জাহানবখশ-কারীমিদের দল।