গত ৬ নভেম্বর মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট। এখনও সন্তানের মুখ দেখাননি। জানা যায়নি নামও। অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ করেছেন আলিয়া। সাথে একটি ছবিও দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে রণবীরের কোলে কন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন আলিয়া। পেছনে বার্সেলোনার জার্সিতে লেখা ‘রাহা।’
বার্সেলোনার ভক্ত রণবীর। মেয়ের নাম প্রকাশ্যের জন্য প্রিয় ক্লাবের জার্সিকেই বেঁছে নিয়েছেন অভিনেতা। রণবীর আলিয়ার এই ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছে বার্সেলোনার অফিশিয়াল পেজও। ক্যাপশনে লেখা হয়েছে, ‘অভিনন্দন আলিয়া ভাট ও রণবীর কাপুর! নতুন বার্সা ভক্ত জন্মেছে। আমরা তার সঙ্গে দেখা করার জন্য বার্সেলোনায় অপেক্ষা করছি।’
আলিয়া লিখেছেন, “‘রাহা’ (দাদীর রাখা নাম) নামের সুন্দর অর্থ রয়েছে। ‘রাহা’ শব্দের অর্থ স্বর্গীয় পথ। সোয়াহিলি ভাষায় ‘রাহা’ অর্থ খুশি। সংস্কৃতিতে ‘রাহা’ একটি গোষ্ঠী। বাংলায় বিশ্রাম, স্বস্তি। আরবিতে অর্থ শান্তি। এ ছাড়া ‘রাহা’ অর্থ সুখ, স্বাধীনতা ও আনন্দও। প্রথম যখন মেয়েকে ছুঁয়েছি, তখন থেকেই নামের এই সবগুলো অর্থ অনুভব করেছি। ধন্যবাদ রাহা আমাদের জীবনে পরিবারকে জীবন্ত করে তোলার জন্য। আমাদের জীবন যেন কেবল মাত্র শুরু হলো।’
পাঁচ বছর প্রেমের পর গত এপ্রিলে সাতপাঁকে বাধা পড়েন রণবীর-আলিয়া। বিয়ের বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস