চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বক্স অফিসে আশার আলো দেখলো অজয়ের ‘ভোলা’

মুক্তির তিন দিন পার করে ফেলেছে তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা গেছে টাবুকে। বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির তিন দিনে সর্বমোট ছবিটির আয় দাড়িয়েছে ৩০.৭০কোটি রুপি।

ছবিটির প্রথম দিনে ছবিটির আয় যেখানে ১১.২০ কোটি রুপি ছিল। সেখানে মুক্তির দ্বিতীয় দিনে এর আয় কমে দাড়িয়েছিল ৭.৪০ কোটি রুপি। তবে মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে ১২.১০ কোটি রুপি দাড়িয়েছে। ফলে কিছুটা আশার মুখ দেখছে ছবিটির নির্মাতারা।

ধারণা করা হয়েছিল, মালায়ালাম ছবি ‘দৃশ্যম ২’র হিন্দি রিমেকের মত ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’ও বক্স অফিস হিট হবে। তবে ছবিটির আয়ের দিকে লক্ষ্য করলে তেমন আভাস পাওয়া যাচ্ছে না।

ভারতের ৪ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘ভোলা’ ছবিটি। ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি থ্রিডি ও টুডি ভার্সনে দেখা যাচ্ছে। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও আছেন অজয়।

ছবিটির প্রযোজনা করেছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস