বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। আগামী পাঁচ বছরের জন্য তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিতে যাচ্ছেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সিদ্ধান্তে বিশ্বব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী অজয় বঙ্গ। এই পদে পাঁচ বছরের মেয়াদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি।
এবছর ফেব্রুয়ারিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে ডেভিড ম্যালপাস পদত্যাগের ঘোষণা দেয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল এই পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টজনেরা।
অজয় বাঙ্গা এর আগে জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক সংস্থা মাস্টারকার্ডের সভাপতি এবং সিইও ছিলেন।
বিজ্ঞাপন