ডাচ লিগে আয়াক্স ও গ্রনিনগেনের ম্যাচে স্টেডিয়ামে আতশবাজির ঝলকানি উঠেছিল। আল্ট্রাস সমর্থকরা স্টেডিয়ামে ম্যাচের শুরুতে একশর বেশি ফ্লেয়ার ব্যবহার করে। তাতে ম্যাচ রেফারি বাধ্য হয় খেলাই বাতিল করে দেন। ঘটনায় সম্পৃক্ত সমর্থকদের ৪০০ ইউরো জরিমানা ও ১৮ থেকে ৬০ মাস মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।
আয়াক্সের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় রোববার রাতে ডাচ লিগের ১৪তম রাউন্ডের ম্যাচে সমর্থকদের বিতর্কিত কর্মকাণ্ডে খেলা বাতিল হয়। ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে ২ ডিসেম্বর।
ছয় মিনিটে বন্ধ হওয়া ম্যাচের রেফারি ৪৫ মিনিট পর আবারও খেলা মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি বিবেচনায় বাতিলের সিদ্ধান্তে থাকতেই বাধ্য হন।
আয়াক্স বিবৃতিতে জানিয়েছে, ‘স্টেডিয়ামে যা ঘটেছে তা একদম অমানবিক কর্মকাণ্ড। যারা একটু হলেও ক্ষতির স্বীকার হয়েছেন, তাদের জন্য দুঃক্ষবোধ ও ক্ষমাপ্রার্থী। এটি ফুটবলার ও সাধারণ দর্শকদের জন্য নিরাপত্তা ঝুঁকির মতো অবস্থা সৃষ্টি করেছে।’

রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন বিবৃতিতে বলেছে, ‘আয়াক্স ও সফরকারী গ্রনিনগেনের সমর্থকদের কর্মকাণ্ড হতাশ করেছে। যারা এমন কাজ করেছে তারা এখানে ম্যাচ অথবা ফুটবলের জন্য আসেনি। দুঃখ এটা যে তারাই ক্লাবকে সমর্থন করে।’
দুদলের ম্যাচ বাতিলের ঘটনা এটাই প্রথম নয়। গ্রনিনগেনের মাঠে ২০২৩ সালে নয় মিনিটের মাথায় ম্যাচ বাতিল হয়েছিল। একই কাণ্ড ঘটিয়েছিল সমর্থকরা। একই বছর ফেইনুর্ডের বিপক্ষে আয়াক্সের ম্যাচেও একই ঘটনায় পণ্ড হয়েছিল।







