চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রেডিওলজিস্টদের মতোই নির্ভুলভাবে গলব্লাডার ক্যান্সার শনাক্ত করবে ‘এআই’

KSRM

দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক পদ্ধতি ভারতের চণ্ডীগড়ের একটি হাসপাতালে গলব্লাডার ক্যান্সার শনাক্তে অভিজ্ঞ  রেডিওলজিস্টদের মতো কাজ করেছে। 

এনডিটিভি জানিয়েছে, গলব্লাডার ক্যান্সার (জিবিসি) হল একটি অত্যন্ত আক্রমণাত্মক ম্যালিগন্যান্সি যার মৃত্যুর হার অনেক বেশি এবং এটিকে খুব সহজে শনাক্ত করা যায়না।

Bkash July

চণ্ডীগড়ের ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) একটি দল পেটের আল্ট্রাসাউন্ড ব্যবহার করে জিবিসি শনাক্তকরণের জন্য একটি ডিপ লার্নিং(ডিএল) মডেল তৈরি করেছে। আশা করা হচ্ছে, এটি অভিজ্ঞ রেডিওলজিস্টদের মতো নির্ভুলভাবে গলব্লাডার ক্যান্সার শনাক্ত করবে।

ডিপ লার্নিং হল এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটারকে মানুষের মস্তিষ্কের মতো করে ডেটা প্রক্রিয়া করতে শেখানো হয়।

Reneta June

এর জন্য একটি হাসপাতালের ২০১৯ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে গলব্লাডারের ক্ষতযুক্ত রোগীদের পেটের আল্ট্রাসাউন্ড ডেটা ব্যবহার করা হয়েছে। ডিপ লার্নিং (ডিএল) মডেলে ২৩৩ জন রোগীর ডেটা নিয়ে প্রশিক্ষণ দেয় এবং ২৭৩ রোগীর ওপর পরীক্ষা চালানো হয়।

দুইজন রেডিওলজিস্ট স্বাধীনভাবে আল্ট্রাসাউন্ড থেকে পাওয়া ছবিগুলো পর্যালোচনা করেছেন এবং তাদের ডায়াগনস্টিক কর্মক্ষমতা ডিএল মডেলের সাথে তুলনা করেছেন। পরীক্ষায় ডিএল মডেলের সংবেদনশীলতা ছিল ৯২ দশমিক ৩ শতাংশ যা অভিজ্ঞ রেডিওলজিস্টদের সাথে তুলনীয়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View