গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস থেকে পাওয়া সরকারি গোপন নথি খুঁজে পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন নথি খুঁজে পাওয়ার খবর এল। যদিও বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় নতুন নথিগুলি খুঁজে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
নথি খুঁজে পাওয়ার বিষয়টি বর্তমানে মার্কিন বিচার বিভাগের পর্যালোচনাধীন রয়েছে।
কিছুদিন আগে বাইডেনের ওয়াশিংটন ডিসির একটি ব্যক্তিগত অফিসে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা তথ্যর নথি পাওয়া নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। তবে বাইডেন দাবি করেন, তিনি জানতেন না যে ভাইস-প্রেসিডেন্সি ছেড়ে যাওয়ার পরে কিছু গোপন নথি তার ব্যক্তিগত অফিসে নিয়ে যাওয়া হয়েছিল এবং বিষয়টি নিয়ে তিনি বিচার বিভাগকে সম্পূর্ণ সহযোগিতা করবেন।
এদিকে নতুন আবিষ্কৃত নথি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে বিবিসির মার্কিন পার্টনার সিবিএস এবং অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এই সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয়টি এমন সময় সামনে এলো যখন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠদের কাছ থেকে প্রেসিডেন্টের কার্যকলাপ যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন বিষয়টি বাইডেনের প্রেসিডেন্সির ওপর এটা কতটা প্রভাব ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।