আইস্ক্রিনে ‘আফজাল হোসেন ও তার নায়িকারা’
অভিনয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য জীবন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনের। তাঁকে পর্দায় দেখা গেছে নানা রূপে। গুণি এ শিল্পীর নায়িকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘আফজাল হোসেন ও তাঁর নায়িকারা’ ঈদ উল ফিতরে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে।