এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ল্যাটিন আমেরিকার সরকারগুলোর দিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে এবং মেক্সিকোকে সতর্ক করেছেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। কিউবার পরিস্থিতি নিয়েও বলেছেন, কিউবা স্বয়ংক্রিয়ভাবে পতনের পথে আছে।
আজ (৫ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণকালে ভেতরে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কলম্বিয়া ও ভেনেজুয়েলা উভয়ই অনেক সমস্যায় ঘেরা। বোগোটার সরকার পরিচালিত হচ্ছে একজন অসুস্থ ব্যক্তির দ্বারা, যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করেন। আর তিনি এটি খুব দীর্ঘসময় করতে পারবেন না।” এছাড়া তিনি পেট্রোকে সরাসরি লক্ষ্য করে বলেন, “উনি সতর্ক থাকবেন।”
ট্রাম্পের মন্তব্যের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ট্রাম্পকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা বন্ধ করার আহ্বান জানান এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বের কথা বলেন। পেট্রো বলেন, আমরা শুধুমাত্র উত্তরের দিকে তাকাই না, বরং সারা বিশ্বকে বুঝতে, বাণিজ্য করতে এবং একত্রিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্প্রতি কারাকাসে মাদুরোকে গ্রেফতার করে। নারকো-টাররিজম মামলায় তার বিচার করার উদ্দেশ্য জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলাকে আমরা নিয়ন্ত্রণে রেখেছি, এবং যদি দেশটি ভদ্র আচরণ না করে, যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। কিউবা পতনের দিকে এগোচ্ছে। তারা ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল, এখন কোনো আয় নেই। কিউবার পতন অনিবার্য।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে উদ্দেশ্য করে ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রয়োজনে মেক্সিকোতে সেনা পাঠাতে প্রস্তুত। মেক্সিকোর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, দেশটিকে নিজের ব্যবস্থা ঠিক করতে হবে কারণ মাদক পাচার তীব্র হচ্ছে।








