
‘হিরো হিরো’ শিরোনামের একটি গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ময়না’র শুটিং। যে গানটিতে পারফর্ম করেছেন রাজরিপা এবং আফফান মিতুল।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রিপা, আর আফফান মিতুল অভিনয় করেছেন একজন রকস্টারের চরিত্রে। মোহাম্মদ আলিম উল্যাহ খোকনের কাহিনী অবলম্বনে সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। এটি এই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।
পাঁচজন নায়ককে ঘিরে ময়নার জীবন সংগ্রাম চিত্রিত হয়েছে এই সিনেমায়। আফফান মিতুল ছাড়াও আরো ৪ জন নায়ক হিসেবে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, শিশির এবং জিলানী।
সিনেমাটি নিয়ে আফফান মিতুল জানান, এই চরিত্রটিতে অভিনয় করার জন্য গিটার বাজানো শিখেছি। রকস্টারের গেটআপ আনতে নিজের লুকে নানা পরিবর্তন এনেছি। ওজন কমাতে হয়েছে, এমনকি একটি দৃশ্যের প্রয়োজনে ময়লা আবর্জনা যুক্ত ডোবায় নামতে হয়েছে। সাইকোর মতো গিটার বাজাতে বাজাতে একটি দৃশ্যের শুটিংয়ে আমার দুটি আঙুল বেয়ে রক্ত ঝড়েছে সত্যি সত্যিই।
বিজ্ঞাপন