এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি মৌসুমে লা লিগার বার্সেলোনা-ভিয়ারিয়ালের একটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। যার অনুমোদন দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিদেশের মাটিতে লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার কড়া সমালোচনা করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি নিয়ে এবার আপত্তি জানাল স্পেনের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনও (এএফই)।
২০ ডিসেম্বর লা লিগার ১৭তম ম্যাচ ডের খেলাটি মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গড়ানোর কথা। যেজন্য উয়েফা, যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন, কনক্যাকাফ ও সবশেষে ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।
এএফই বিবৃতিতে বলেছে, ‘লা লিগার সব ক্লাবের অধিনায়কদের সমর্থনে এএফই স্পেনের বাইরে খেলা নিয়ে আপত্তি জানাচ্ছে। আগস্টের শুরুতে উয়েফা ও ফিফার কাছে বিদেশের মাটিতে ম্যাচ নিয়ে অনুরোধ জানানোর প্রেক্ষিতে সব ক্লাবের অধিনায়করা বৃহস্পতিবার একসাথে হয়েছিলেন।’
‘আমরা একতাবদ্ধ। আমাদের সিদ্ধান্তের যথাযথ সম্মান ও স্বচ্ছতা চাই। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে সবধরনের তথ্য দিয়েও সহায়তা দাবি করেছি। এমন আয়োজনের জন্য স্টেকহোল্ডার ও খেলোয়াড়দের সাথে আলোচনা সেরে সিদ্ধান্তে আসা উচিত।’
রিয়াল মাদ্রিদ প্রতিক্রিয়ায় বলেছিল, ‘যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, পরিণতি এতটাই গুরুতর হবে যে, তা ফুটবল জগতে অন্য এক মোড় নেবে। তাছাড়া এধরনের যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্লাবের স্পষ্ট সম্মতি থাকতে হবে।’








