প্রথমবারের মতো গড়াতে চলেছে এএফসি চ্যালেঞ্জ লিগ। বাংলাদেশের একমাত্র ক্লাব হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে বসুন্ধরা কিংস। ‘এ’ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন দলটির সঙ্গী ভারতের ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গল এফসি।
বৃহস্পতিবার এএফসি চ্যালেঞ্জ লিগের ২০২৪-২৫ মৌসুমে ড্র হয়েছে। ওয়েস্ট ও ইস্ট জোনে দুই ভাগে মোট ১৮টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। ওয়েস্ট জোনে পড়েছে কিংস। এই জোনে ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে পরের ধাপে খেলার টিকিট।
ওয়েস্ট জোনের ‘এ’ গ্রুপে প্রথমবারের মতো ভারতের ইস্ট বেঙ্গল এফসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কিংস। চার দলের গ্রুপটিতে অন্য দুই প্রতিপক্ষ লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব ও ভুটানের পারো এফসি।
আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বের খেলা গড়াবে। ‘এ’ গ্রুপে স্বাগতিক দল পারো এফসি। তাই ভুটানে গিয়ে ম্যাচগুলো খেলতে হবে কিংসকে।







