
চলতি বছরের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেমার তালিকায় সবার উপরে নাম রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র। ছবিটির পক্ষে বিপক্ষে দুই ভাগে বিভক্ত হয়েছিলেন দর্শকেরা। তবুও বক্স অফিসে দমেনি এই ছবি। ইতোমধ্যে বক্স অফিসে ২৫০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
তারই মাঝে এবার সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী আদা শর্মা নিজের শুটিং সেটের কয়েকটি বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে তার ক্ষতবিক্ষত মুখ, কনুই এবং হাঁটু। ফাটা ঠোঁট দেখিয়ে নায়িকা জানান, অত্যন্ত ঠাণ্ডায় শুট করেছেন তিনি। নিজেকে ডিহাইড্রেটেড দেখানোর জন্য ৪০ ঘণ্টা পানি পান পর্যন্ত করেননি।
ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে আইএসআইএস শিবির থেকে পালিয়ে যায় আদা। সেই সময় ঠাণ্ডায় চলতে চলতে পড়েও যায়। সেই পড়ে যাওয়ার দৃশ্যে কোনোরকম তোশকের ব্যবহার হয়নি প্রমাণ করল আদার শেয়ার করা এই ছবিগুলো।
নেটিজেনরা আদার এই পোস্টে ভূয়সী প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘তোমার সব কষ্ট সার্থক হয়েছে। অসামান্য কাজ করেছ তুমি। ছবিটি সারা জীবন সবাই মনে রাখবে।’ আরেকজন লেখেন, ‘এই সিনেমা একটা মাইলস্টোন।’ তৃতীয়জনের মন্তব্য, ‘এগুলোই ভালো অভিনেত্রী হওয়ার গুণ। যা বলিউডের এ লিস্টার নায়িকাদের মধ্যে নেই।’

গত ৫ মে মুক্তি পায় সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। ছবিটি দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ এটিকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিলেও অন্যরা ছবিটির বাস্তবসম্মত চিত্রায়নের জন্য প্রশংসা করেছেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা