যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু
রাজধানীর একটি হাসপাতালে তিনি ফুটফুটে দুই পুত্র সন্তান জন্ম দেন
নন্দিত অভিনেত্রী সুমাইয়া শিমু যমজ সন্তানের মা হয়েছেন। গত ৮ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তিনি ফুটফুটে দুই পুত্র সন্তান জন্ম দেন।
বর্তমানে সুমাইয়া শিমু ও তার দুই সন্তান সুস্থ আছেন বলে জানান নির্মাতা চয়নিকা চৌধুরী।
সুমাইয়া শিমুকে স্বাগত জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের ড. সুমাইয়া শিমু। এই চমৎকার মেয়েটি জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায় প্রবেশ করেছে। ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছেন। অনেক অভিনন্দন তোমাকে শিমু। জানি মা হিসাবেও তুমি হবে অনন্য। সোনা বাবাদের জন্যে অনেক আশীর্বাদ আর তোমার জন্যে ভালোবাসা।’
রবিবার রাত পৌনে ৯টার দিকে অভিনেত্রী নিজেও বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে আনন্দ সংবাদটি জানান। সেই সাথে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

শিমু ২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তিনি অভিনয়ে নিয়মিত নন। তবে আগের মতো এখনো দর্শকদের কাছে জনপ্রিয় সুমাইয়া শিমু।
বিজ্ঞাপন