চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নার্ভাস হয়ে এসেছিলাম, প্রিয়তমা করে প্রাণ জুড়িয়ে গেছে: ইধিকা

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ইধিকা। এই ছবির পর তার নামের আগে যুক্ত হচ্ছে ‘নায়িকা’ শব্দটি

নির্মিতব্য ‘প্রিয়তমা’ ছবির শুটিংয়ের আগে ভীষণ নার্ভাস ছিলেন। একেতো ক্যারিয়ারে প্রথম সিনেমা, তার উপর ভিন্ন দেশ, তারচেয়ে বড় ব্যাপার, তার বিপরীতে সুপারস্টার শাকিব খান! কী হবে, গুছিয়ে কাজ করতে পারবেনতো-  এসব নিয়ে ছিলো সংশয়!

বলছি কলকাতা থেকে প্রথমবার বাংলাদেশে সিনেমা করতে আসা অভিনেত্রী ইধিকা পালের কথা। ঈদুল আযহায় মুক্তির জন্য নির্মিতব্য এই ছবির শুটিং ‘অলমোস্ট ডান’ অবস্থায় এসে ইধিকা জানালেন, তিনি ফুরফুরে মেজাজে আছেন।

বললেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি’।

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ইধিকা। এই ছবির পর তার নামের আগে যুক্ত হচ্ছে ‘নায়িকা’ শব্দটি। তাই অনুভূতিও দুর্দান্ত। ইধিকা জানান, কলকাতায় টিভি সিরিয়ালে কাজ করলেও এবারই প্রথম সিনেমায় কাজ করছেন। এককথায় তার অভিজ্ঞতা, ফুরফুরে মেজাজ।

বৃহস্পতিবার (১ জুন) কক্সবাজার শাকিব খানের সঙ্গে শুটিং করে ঢাকায় ফিরছিলেন ইধিকা। ছবির পরিচালক হিমেল আশরাফের সহযোগিতায় কথা হয় ইধিকার সঙ্গে। মুঠোফোনে তিনি চ্যানেল আই অনলাইনের কাছে ‘প্রিয়তমা’র শুটিং অভিজ্ঞতা শেয়ার করেন।

ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছে। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল। তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করবো এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেসারে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি।

ইধিকা আরও বলেন, ‘এসকে (শাকিব খান) যেহেতু এদেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর। কখনো বাজে অ্যাটিটিউড দেখায়নি’।

মাস দুয়েক আগে ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র জন্য চূড়ান্ত হন ইধিকা পাল। এর আগে তিনি কখনোই ভাবেননি যে বাংলাদেশে কাজের সুযোগ পাবেন। তার কাছে প্রশ্ন ছিল সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার নাকি ‘প্রিয়তমা’র গল্প কোনটির কারণে এ ছবিতে যুক্ত হলেন?

উত্তরে ইধিকা বলেন, দুটোই। প্রিয়তমা’র অফার আসায় প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করা হচ্ছে। পরে ডিরেক্টর আমাকে যখন গল্প শোনান আমি গাড়িতে যাচ্ছিলাম। ফোনের ওপাশ থেকে বারবার জানার চেষ্টা করছিলাম গল্পে এর পরে কী হবে? তারপরে কী হবে? পরিচালক বা এই টিমের সিরিয়াসনেসে বুঝলাম যে সত্যি ভালো ছবি হতে যাচ্ছে। কাজ করে মনে হয়েছে এটা খুব ভালো প্রজেক্ট। এটা আসলে ভগবানের কাছ থেকে গিফট।

ইধিকা বলেন, আমার মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি হতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এমন গল্প, টিম, সঙ্গে সুপারস্টার তাছাড়া এত সুন্দর সব লোকেশন থাকছে আমাদের ছবিতে পুরো জার্নিটাই আমার মেমরিতে গেঁথে থাকবে। একবারও মনে হয়নি যে আমি বাড়ির বাইরে আছি। শুরুতে ঢাকায় শুটিং করেছি।

“ওই শহরের কন্সট্রাকশনটা কলকাতা থেকে একটু আলাদা লেগেছে। কিন্তু নতুন পরিবেশে এলে একটা ভাইভ থাকে যেটা দুই দেশেই একই পেয়েছি।”

বাংলাদেশে এবারই প্রথম এলেন ইধিকা। তিনি জানান, এদেশে তার কোনো পূর্বপুরুষ থাকে না। ইউটিউব, ফেসবুক ও ওটিটির এদেশের কিছু কিছু কাজ তার দেখা হয়েছে। তবে প্রিয়তমা’র ছবিতে তিনি নায়িকা হচ্ছেন বিষয়টি ঘোষণার পর রীতিমত ভাইরাল হয়েছেন এই বিষয়টি টের পেয়েছেন।

ইধিকা বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা এনাউন্স হওয়ার পর ইউটিউব ফেসবুকে নিউজগুলো দেখেছি। আমার আগের ভিডিওগুলো ইনস্ট্রাগ্রাম থেকে নিয়ে অনেকে পোস্ট করেছেন। অনেক প্রেস থেকে কল পেয়েছি। এগুলো কিছু কিছু আমি দেখেছি। টিকটকেও আমার ভিডিও গেছে জেনেছি। কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ছাড়া অন্য প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্ট নেই।

‘প্রিয়তমা’র শুটিংয়ে কক্সবাজারে ইধিকা পাল। ছবি: পরিচালক হিমেল আশরাফ

কলকাতায় ফিরবেন কী নিয়ে? ইধিকা বলেন, এখানে আসার আগে আমার মা বলে দিয়েছিল ঢাকাই জামদানী শাড়ির কথা। আমি ফেরার সময় জামদানী আর ইলিশ নিয়ে যাবো। মজার ব্যাপার হচ্ছে ঢাকায় আসার পর প্রচুর ইলিশ খেয়েছি। আমাদের ওখানেও ইলিশ পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় এখনকার পদ্মার ইলিশের সবসময় আলাদা ক্রেজ আছে।