প্রায় ১২’শ শিল্পী নাটকে কাজ করেন। তাদের মধ্যে ষাট শতাংশ নারীপুরুষ শিল্পী প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং এবং নানাভাবে হয়রানির মুখোমুখি হচ্ছেন।
কেউ কেউ আবার শিল্পীদের নামে অযথা উকিল নোটিশ পাঠিয়ে আইনের মুখোমুখি করাচ্ছেন। এসব হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ লিগ্যাল উইংস গঠন করেছে।
সংগঠনটির নেতারা বলছেন, শিল্পীদের অযথা হয়রানি ও বুলিং করা হলে তারা সংকট অনুভব করে, একা ভোগেন। শিল্পী যেন কখনোই একা অনুভব না করেন এই কারণে পাশে থাকবে অভিনয় শিল্পী সংঘের লিগ্যাল উইংস।
শিল্পীদের যাবতীয় আইনি সমস্যায় এই টিম পাশে থেকে মোকাবিলা করবে। আইনি প্রক্রিয়ায় শিল্পীদের সব ধরনের সহযোগিতা করতে এই টিমে থাকা তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, ব্যারিস্টার প্রীতু ফিরোজ ও অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
সহযোগিতায় থাকছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের এডিসি নাজমুল ইসলাম ও এডিসি খন্দকার লেনিন। পুরো টিমের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় অভিনয় শিল্পী সংঘ। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সংঘের আহসান হাবিব নাসিম, রওনক হাসান, উর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।
আরও ছিলেন ডলি জহুর, সাজু খাদেম, আজমেরী হক বাঁধন, প্রভা, জ্যোতিকা জ্যোতি, মৌসুমি হামিদ, তনিমা হামিদ প্রমুখ।
শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, শিল্পীর যদি মানহানি করা হয় তবে সেটা দেশের জন্য ক্ষতিকর। যাবতীয় অপপ্রচার ও হয়রানি রুখতে আমরা এই উদ্যোগ নিয়েছি।