এক প্রযোজকের বিপক্ষে চিত্রনায়ক শাকিব খানের করা অভিযোগ খতিয়ে দেখবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবি বলছে: নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।
রোববার ১৯ মার্চ রাতে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।’
“তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদেরকে জানাতে চান। আমি তাকে আসতে বললে তিনি আসেন। একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।”

হারুন বলেন, “আবেদনে শাকিব বলেছেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা কথা ছড়িয়েছেন। আমি বলেছি আপনি লিখিত আবেদন দিয়ে যান আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
ডিবি প্রধান জানান: নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোন প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে।
আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। প্রযোজক রহমত উল্ল্যাহ বাংলাদেশে আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।
রোববার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান শাকিব খান। সেসময় ডিবির একটি সূত্র জানায়, শাকিব খান এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
এরআগে শনিবার ১৮ মার্চ দিনগত রাতে রহমত উল্ল্যাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় যায় চিত্রনায়ক শাকিব খান। তবে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে গুলশান থানা পুলিশ।