সিনেমা অঙ্গনে সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব’ এর ট্রেলার! যা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ও ভারতীয় দর্শক মহলে চলছে আলোচনা সমালোচনা।
ট্রেলার প্রকাশ পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে মন্তব্য করেছেন নির্মাতা শ্যাম বেনেগাল থেকে শুরু করে ছবির সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের অনেকে। এবার ট্রেলার নিয়ে নিজের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানালেন ‘মুজিব’ এ তাজউদ্দীন আহমদের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক রিয়াজ।
বৃহস্পতিবার মহাখালির এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্স আয়োজিত হলিউড ছবি ‘টপ গান: মাভরিক’ এর প্রিমিয়ার শো’তে অতিথি হয়ে আসেন চিত্রনায়ক রিয়াজ। হন গণমাধ্যমকর্মীদের মুখোমুখি, সেখানেই ‘মুজিব’ ছবিটি নিয়ে মন্তব্য করেন এই চিত্রনায়ক।
দর্শক হিসিবে ‘মুজিব’ এর দেড় মিনিটের ট্রেলার কেমন লাগলো? এমন প্রশ্নে রিয়াজ বলেন, ‘বঙ্গবন্ধুকে একজন পারিবারিক মানুষ হিসেবে বলতে চাওয়ার যে প্রচেষ্টা, এটি ঠিক ঠাক হয়েছে- কিন্তু এই ট্রেলারটি একদম বেস্ট কিংবা ওয়ান্ডারফুল আমার কাছে লাগেনি। তবে এটা জাস্ট ট্রেলার। আমি জানি, ধাপে ধাপে অনেকগুলো ট্রেলার হবে- তখন আসলে ‘কেমন লেগেছে?’ মন্তব্য করাটাকেই সমিচিন বলে আমি মনে করি।’
ট্রেলার প্রকাশের পর বহু মানুষের সমালোচনার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন জানিয়ে রিয়াজ বলেন, ‘একটি দেড় মিনিটের ট্রেলার রিলিজ হয়েছে। অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আমরাও দেখছি। আমি পজিটিভ মানুষ, আমার মনে হয় এটার ইতিবাচক একটি দিকও আছে। বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি। তাকে নিয়ে তরুণ প্রজন্মের জানার কৌতুহল আছে, তাকে অন্তরে লালন করছে তারা। তার ব্যাপারে অনেক কিছু নিয়ে তরুণ প্রজন্ম জানতে চাইছে, অনেক বিষয়ে প্রশ্ন করছে- এটা আমার কাছে ভালো লাগছে।’

ট্রেলারের শেষে ‘বাংলাদেশ-ভারত ভাই ভাই’ সংলাপটি নিয়েও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন রিয়াজ। এ বিষয়ে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে আমি যতদূর জানি, এই ছবির চিত্রনাট্য তৈরীর আগে গবেষক টিম ছিলো। ইতিহাস থেকে যেহেতু সিনেমাটির কাহিনী নেয়া হয়েছে, তাই রিসার্চ টিম সত্যতা যাচাই করেই এটা করেছেন। ইতিহাসের যদি কোনো ব্যাত্যয় ঘটে, তবে সেটা অবশ্যই রিসার্চ টিমের উপর দায় বর্তায়। কিন্তু আমার মনে হয়, এই ছবিতে ইতিহাসের কোনো ব্যাত্যয় ঘটেনি। কিছু কিছু সংলাপ নিয়ে যে প্রশ্ন আসছে, আমার ধারণা এগুলোর সবগুলোর এভিডেন্স আছে। দেখলে সেগুলোর উত্তর মানুষ পেয়ে যাবেন।’
নিজের চরিত্র নিয়ে রিয়াজ বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে আমি একজন শিল্পী। আমি তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করেছি। শিল্পী হিসেবে আমি নিজেকে পরিচালকের টুলস বলে মনে করি। পরিচালক আমাকে যেভাবে বলেন, সেভাবে অভিনয় করার চেষ্টা করে থাকি।’








