চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাথরুম থেকে উদ্ধার অভিনেতার মরদেহ

KSRM

বাথরুম থেকে উদ্ধার হলো অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। সোমবার (২২ মে) বিকালে অভিনেতার আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিত্য সিং রাজপুত মুম্বাইয়ের একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে হাইরাইজ বিল্ডিংয়ে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। এসময় তার এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পায় এবং সেই বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত।

Bkash July

সূত্রের মতে, ড্রাগসের ওভারডোজের কারণেই খুব সম্ভবত এমনটা হয়েছে।

আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন, এমনকি তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তাইতো তার মৃত্যুতে এখন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বইছে।

Reneta June

দিল্লীর বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইতে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রোজেক্টের অংশও নিয়েছেন তিনি।

বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ থ্রি পার্টিগুলোতেও তাকে প্রায়ই দেখা যেত।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View