চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদোকে ‘না’ বলে দিয়েছিলেন তিনি

ভিনসেন্ট আবুবাকারকে সৌদি ক্লাব আল নাসেরে থেকে যেতে বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার চাওয়ায় সায় দেননি ক্যামেরুনের স্ট্রাইকার। বর্তমানে তুর্কি সুপার লিগের ক্লাব বেসিকতাসে খেলছেন আবুবাকার।

রোনালদো সৌদি ক্লাবে যোগ দিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হয়েছেন। তার যোগদানে যেকোনো এক স্ট্রাইকারকে জায়গা ছাড়তে হতো। আবুবাকার তুর্কি ক্লাব থেকে আকর্ষণীয় প্রস্তাব পাওয়ায় তিনিই জায়গা ছেড়ে দেন।

‘এ বিষয়ে আমরা কিছুক্ষণ কথা বলেছিলাম এবং সে মতামত দিয়েছিল যেন থেকে যাই। তখন না বলি, কারণ আমার পরিবারের জন্যই চলে যাবো। সে জিজ্ঞাসা করেছিল আমার পরিবার কোথায়, বলেছিলাম ফ্রান্সে এবং তুর্কি গেলে আমার জন্য কাছে হবে। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবং অবশেষে তারা আমাকে যেতে দিয়েছিল।’

ক্যামেরুন অধিনায়ক ২০২১ সালে আল নাসেরে নাম লেখানোর পর ৩৯ ম্যাচে ১৩ গোল করে গেছেন, করিয়েছেন ছয়টি। কাতার বিশ্বকাপে তিনি ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন।

Labaid
BSH
Bellow Post-Green View