এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও ভারতের পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টি। পরের তিন ম্যাচ মাঠে গড়ায়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া জিতলেও পরের দুই ম্যাচ টানা জিতে এগিয়ে যায় ভারত। শেষ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সূর্যকুমার যাদবের দল।
ব্রিসবেনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল উড়ন্ত সূচনা করেন। ৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে ভারত। এরপরই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায় তখন। প্রায় দুই ঘন্টার বেশি অপেক্ষার পর শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ।
৬ চারে ১৬ বলে ২৯ করেন গিল। একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ২৩ রান করেন অভিষেক। সিরিজে মোট ১৬২ রান করে সিরিজসেরার পুরষ্কার জেতেন তিনি।
এদিন একটি রেকর্ডও গড়েছেন অভিষেক। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বলে ১০০০ রান করার বিশ্বরেকর্ডের মালিক এখন তিনি। ৫২৮ বলে হাজার রান করেন। ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বলে ৭৪ রানের ইনিংসে ৫৬৯ বল টি-টুয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন।
ম্যাচের হিসেবে অভিষেক শর্মা ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুততম এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।








