চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সময়ের আবর্তনে প্রায় হারিয়ে গেছে ‘ঈদ কার্ড’

ঈদ কার্ড, যুগের আবর্তনে প্রায় প্রায় হারিয়ে যাওয়া একটি প্রচলনের নাম। আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগেও শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের মাঝে বেশ জনপ্রিয় ছিল ঈদ কার্ড বিনিময়ের বিষয়টি।

রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই পাড়ার গলিতে গলিতে দেখা যেত ছোট ছোট ঈদ কার্ডের দোকান। সাধারণত এলাকার কিশোর-তরুণরা বাড়ি বাড়ি গিয়ে ঈদের চাঁদা সংগ্রহ করে অল্প পুঁজিতে অস্থায়ী এসব দোকান তৈরি করত। যেখানে সুলভ মূল্যে পাওয়া যেত বর্ণিল সব ঈদ কার্ড।

এসব কার্ডে মনের মতন করে শুভেচ্ছো বার্তা লিখে প্রিয়জনদের মাঝে বিতরণ করা হতো, দেওয়া হতো ঈদের দাওয়াত। এছাড়াও হাতে বানানো ঈদ কার্ডেরও প্রচলন ছিল সেই সময়। রং-বেরং এর কাগজ ও রং দিয়ে নিজ হাতে কার্ড বানিয়ে প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাতে পছন্দ করতেন অনেকেই।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি না বলা কতই না মনের কথা লিখে জানানো হতো ঈদ কার্ডে। ঈদ কার্ডের মাধ্যমে কেউ পেয়েছেন নতুন বন্ধুর খোঁজ, কেউবা আবার পেয়েছেন প্রেমের প্রস্তাব। বছরের পর বছর কার্ড বিনিময়ের মধ্য দিয়ে টিকে থেকেছে কত প্রেম, বন্ধুত্ব আর সৌহার্দ্য।

দেশে ঠিক কীভাবে আর কবে থেকে এর প্রচলন শুরু হয়েছে, তা জানা যায়নি। তবে স্বাধীনতা পূর্ববর্তী সময়েও এ রীতি প্রচলিত ছিল। পরবর্তী সময়ে বিশেষ করে ৮০ ও ৯০ এর দশকে ঈদ কার্ড বেশ জনপ্রিয়তা লাভ করে। আর প্রযুক্তির বিকাশের সাথে সাথে ২০০০ সাল পরবর্তী সময়ে ধীরে ধীরে কমতে থাকে এর জনপ্রিয়তা।

এগিয়ে যাচ্ছে প্রযুক্তি হারিয়ে যাচ্ছে ঈদ কার্ড। আজকাল বেশি সংখ্যক মানুষই ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মুঠোফোন বার্তায়। দেখা যায় না পাড়ার সেই ঈদ কার্ডের টং দোকানগুলোও।

টং দোকানগুলো দেখা না গেলেও হাতেগোনা কিছু বিপণী বিতান, সুপার শপ ও গিফট শপে এখনও পাওয়া যাচ্ছে ঈদ কার্ড। চড়া দামের এই ঈদ কার্ডের ক্রেতা প্রায় নেই বললেই চলে।

ঈদ কার্ড পাওয়া যাচ্ছে এমন কয়েকটি গিফট শপের বিক্রয় প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেল, দেশে কার্ড বিনিময়ের প্রচলন না থাকলেও ঈদ কার্ডের এই ঐতিহ্যকে ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশীরা। সুদূর প্রবাসে নিজেদের কমিউনিটির মধ্যেই কার্ড বিনিময় করে থাকেন তারা। তারাই মূলত এসব দোকান থেকে কার্ড সংগ্রহ করেন।

প্রযুক্তির অগ্রগতি আর দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসেবে হয়ত আর ফিরে আসবে না ঈদ কার্ড। হয়ত রয়ে যাবে খুবই সীমিত পরিসরে অথবা স্মৃতি রোমন্থনে।