
কদিন আগে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মহারণ জমেছিল আবাহনী-মোহামেডানের। এবার লড়াই ক্রিকেটে। ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর কাছে বারবার হোঁচট খায় মোহামেডান। মেয়েদের আসরে আবার ভিন্ন চিত্র। মোহামেডানের সঙ্গে হারের সংখ্যাই বেশি আবাহনীর। ঐতিহ্যের সেই লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হচ্ছে দল দুটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে খেলা শুরু সকাল সাড়ে ৯টায়। জাহানারা আলমের আবাহনী শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে টানা হারে। ৫ ম্যাচে তিন জয় তাদের। সালমা খাতুনের মোহামেডান এবারও আশা জাগিয়েছে শিরোপার। ৫ ম্যাচের সবগুলোতেই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
এক ম্যাচ বেশি খেলে নিগার সুলতান জ্যোতির রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ দল ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। তারা এখন পর্যন্ত আসরে অপরাজিত। বৃষ্টিতে একটি ম্যাচ পণ্ড হয় দলটির।
দুই শীর্ষ দল মোহামেডান ও রুপালি ব্যাংক মুখোমুখি হবে শেষ রাউন্ডে। মেয়েদের ডিপিএল এবার ৯টি ক্লাব নিয়ে হওয়ায় ম্যাচ পাবে ৮টি করে। এবার হচ্ছে না সুপার লিগ।