চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়ায় গুপ্তাচরবৃত্তির দায়ে এক মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচককে গ্রেপ্তার করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রের সরাসরি নির্দেশে ওয়াল স্ট্রিট জার্নালের ওই সাংবাদিক রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালাচ্ছিলেন বলে হাতেনাতে প্রমাণ মিলেছে। ওই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলের শহর ইয়েকাতেরিনবার্গের একটি রেস্টুরেন্টে নেমে ব্যক্তিগত গাড়ি ছেড়ে দিয়েছিলেন মার্কিন সাংবাদিক ইভান গের্শকোভিচ। এর দু’ ঘণ্টা পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়েছে ইয়েকাতেরিনবার্গে থাকা অবস্থাতেই গের্শকোভিচের সাথে তাদের যোগাযোগ হঠাৎই বন্ধ হয়ে যায়। সন্দেহ হওয়ায় রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি’র কার্যালয়ে আইনজীবী পাঠিয়ে তার ব্যাপারে খোঁজ করলেও হদিস মেলেনি। পরে এফএসবি থেকেই এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায়ে ইভান গের্শকোভিচকে গ্রেপ্তার করা হয়েছে। একটি রুশ সামরিক স্থাপনার তথ্য সংগ্রহের সময় তাঁকে হাতেনাতে প্রমাণসহ আটকের কথা বলে এফএসবি।

গের্শকোভিচকে গ্রেপ্তারে পর মস্কোর একটি আদলতে নেওয়া হয়। সেখানে অভিযোগ উত্থাপনের পর আদালত তাকে ২৯ মে পর্যন্ত আটক রাখার নির্দেশ দেন। রুশ গণমাধ্যম বলছে গের্শকোভিচ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে গের্শকোভিচের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, সাংবাদিক গের্শকোভিচের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তাঁকে ছাড়ার ব্যাপারে মস্কোর সাথে যোগাযোগ করা হলেও কোনো জবাব আসেনি বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আটক সাংবাদিকের পাশে থাকার ঘোষণা দিয়ে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অন্যদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছন, ইয়েকাতেরিনবার্গে মার্কিন সাংবাদিকের কর্মকাণ্ড ছিলো খুবই সন্দেহজনক, যার সাথে সাংবাদিকতার কোনো যোগাযোগ নেই।

৩১ বছর বয়সী গের্শকোভিচ গত ছয় বছর ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। মস্কোতে বিদেশী সাংবাদিকদের মহলে তার সুনাম রয়েছে। এক সপ্তাহ আগেও ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতির দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন গের্শকোভিচ। যুক্তরাষ্ট্রের সাথে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে মার্কিন সাংবাদিক আটকের একমাত্র ঘটনা এটি। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ শাস্তি ২০ বছরের কারাদণ্ড।