শ্রীলঙ্কায় মেয়েদের ‘এ’ দলের সিরিজের প্রথম ওয়ানডে ভেস্তে যায় বৃষ্টিতে। বৃষ্টি বাধা ছিল সিরিজের দ্বিতীয় ও শেষটিতেও। বাধা কাটিয়ে ম্যাচ গড়ায় ওভার কমিয়ে। ২০ ওভারের লড়াইয়ে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
কলম্বোতে দীর্ঘ সময় বৃষ্টির পর খেলা ৫০ ওভারের খেলা নেমে আসে ২০ ওভারে। টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১১৩ রান তোলে শ্রীলঙ্কা ‘এ’ দল। জবাবে নেমে বেধে দেয়া ওভার থেকে ২ ওভার কম খেলেই জয় নিশ্চিত করে রাবেয়া খানের নেতৃত্বাধীন দল।
বাংলাদেশ ব্যাটারদের হয়ে ভালো করেছেন দিলারা আক্তার। ৩৪ বলে ৪৭ রান করেন। ৩৪ বলে ৩০ রান করেন মুর্শিদা খাতুন। নিগার সুলতানা জ্যোতি ২১ বলে ২৪ রান ও রিতু মনি ১৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
বল হাতে টাইগ্রেসদের হয়ে দারুণ করেছেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন। ৪ ওভারে ১৮ রান খরচায় রাবেয়া নেন দুটি এবং ৩ ওভারে ১০ রান খরচায় ফাহিমা নেন দুটি উইকেট।
১২ সেপ্টেম্বর থেকে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে লড়বে রাবেয়া খানের দল। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টুয়েন্টির ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয়টি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচটি গড়াবে কল্টসে।








