চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইরানে চুল খোলা রাখায় দুই নারী ও তাদের আক্রমণকারী পুরুষ গ্রেপ্তার

ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক পুরুষ দই ছুঁড়ে মেরেছেন। এ ঘটনায় ওই দুই নারীসহ দই ছুঁড়ে মারা ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ইরানের এক পুরুষ নাগরিক জনসমক্ষে দুই নারীর মাথায় দই ছুঁড়ে মারার সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, দোকানে কেনাকাটার সময় ২ জন নারীর উদ্দেশে অপর এক ক্রেতাকে কিছু বলতে দেখা যায়। পরবর্তীতে রাগান্বিত হয়ে লোকটি তাদের ওপর দই ছুঁড়ে মারে। এতে দোকানে অবস্থানরত অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইরানে দুজন নারীকে চুল খোলা রাখার জন্য আটক করা হয়েছে। চুল খোলা রাখা ইরানে অবৈধ। এছাড়া জনসমক্ষে হেয় করার জন্য আক্রমণকারী পুরুষকেও আটক করা হয়েছে।

নিউজ এজেন্সির রিপোর্ট জানায়, তিনজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।