এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আত্মহত্যা করেছেন কিয়ানোশ সানজারি নামে দেশটির একজন মানবাধিকার কর্মী।
সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
বুধবার ১৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সামাজিক মাধ্যমে পোস্টে কিয়ানোশ সানজারি জানিয়েছিলেন চারজন রাজনৈতিক বন্দিকে মুক্তি না দিলে তিনি আত্মহত্যা করবেন। ঘণ্টাখানেক পরেই তার সহকর্মীরা জানান যে তিনি মারা গেছেন।
মৃত্যুর আগে তিনি একটি পোস্টে লিখেছেন, তিনি আশা করছেন, একদিন ইরানিরা জেগে উঠবে এবং দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে বেরিয়ে আসবে।
সানজারি ছিলেন ইরানের নেতাদের কড়া সমালোচক এবং প্রবলভাবে গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। কারও মতপ্রকাশের জন্য তাকে বন্দী করা উচিত নয়, মৃত্যুর আগে তিনি বলে গেছেন।
তিনি আরও লিখেছিলেন, “আজ সন্ধ্যা ৭টার মধ্যে যদি ফাতেমে সেপেহরি, নাসরিন শাকরামী, তোমাজ সালেহি এবং আরশাম রেজায়ীকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমি খামেনি ও তার সহযোগীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদে আত্মহত্যা করবো।








