পাহাড়-সমুদ্র ঘেরা অপরূপ সৌন্দর্যের দেশ, ক্রিকেট, পর্যটন ছাড়াও ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রানেডিয়ান্সের বিশ^ব্যপী পরিচিতির অন্যতম বাহন হলিউডের বøকবাস্টার সিরিয়াল মুভি ‘পাইরেটস অফ ক্যারিবিয়ান্সের’ সৌজন্যে। বিশ^জুড়ে আলোড়ন তোলা পাইরেটস অফ ক্যারিবিয়ান্সের শ্যূটিং হয়েছিলো সেন্ট ভিনসেন্টের এক চোখ জুড়ানো বন্দরে। সেই শ্যুটিং স্পট আজো সংরক্ষণ করে রাখা হয়েছে পর্যটকদের জন্য। পর্যটকরা পরিদর্শনে এসে স্মৃতিতাড়িত হন।







