চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিউজিল্যান্ড ও ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এবং ফিলিপাইনের মাসবেট দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

কিছু সময়ের ব্যবধানে প্রায় বিপরীত অবস্থানে থাকা সমুদ্র পরিবেষ্টিত দুইটি দেশে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে,

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ৪৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট বলছে, এর কেন্দ্রস্থল ওয়েলিংটনের প্যারাপারউমু শহর থেকে ৫০ কিলোমিটার দূরে।

একটি বড় ঝাঁকুনি দিয়ে শুরু হয়ে ভূমিকম্পে প্রায় ৩০ সেকেন্ড ব্যাপী কম্পন হতে থাকে। ভৌগোলিকভাবে নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের “রিং অব ফায়ার” এর উপর অবস্থিত।

অকল্যান্ড এবং ক্রাইস্টচার্চ সহ অফিসিয়াল জিওনেট সাইটে, ৬০,০০০ এরও বেশি কিউই ভূমিকম্প অনুভব করেছেন বলে জানানো হয়েছে।

ফিলিপাইনের মাসবেট দ্বীপে,

আজ মধ্যরাতে ফিলিপাইনের মাসবেট দ্বীপে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে, সাথে সাথে পূর্ব লুজোনের ম্যানিলার দক্ষিণ-পূর্ব প্রদেশগুলিকে কেঁপে ওঠে।ইউএসজিএস এর মতে ভূমিকম্পের কেন্দ্রস্থল মাসবেট দ্বীপে।

ভূকম্পনটি যথেষ্ট শক্তিশালী ভাবে অনুভূত হয়, যার ফলে মধ্যরাতে ঘুম থেকে জেগে যায় মানুষ এবং এটি দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অনুভূত হয়। ভূমিকম্পের ফলে ফিলিপাইনের সোরসোগনের কিছু শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে, ভূমিকম্পের ফলে কিছু স্থানীয় অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও স্পষ্ট নয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

তবে মাসবেট দ্বীপ প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পটি অগভীর ছিল এবং এর কারণে দ্বীপটিতে এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।