চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

আমবয়ানের মধ্যদিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ তীরে ৫৬তম বিশ্ব ইজতেমার তিন দিনব্যাপী প্রথম পর্ব শুরু হয়েছে।

দেশ-বিদেশের লাখো মুসল্লির পদচারনায় মুখর ইজতেমার ময়দান। কানায় কানায় পূর্ণ হয়েছে তুরাগ তীর। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম পর্ব।

Bkash July

মুসল্লিদের নিরাপত্তায় পুরো ময়দানে প্রায় ৩০০ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে ও ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার লক্ষে সাত হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে ।

এদিকে, ময়দানে জায়গা না হওয়ায় হাজার মুসল্লি টয়লেটের ছাদে, রাস্তার পাশে তাবু খাঁটিয়েছেন। ময়দানের পশ্চিম পাশে তুরাগ নদীর পূর্ব পাড়ে নামাজের মিম্বার এবং উত্তর- পশ্চিম দিকে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত কামরার পাশে মূল বয়ান মঞ্চ নির্মাণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাংলার পাশাপাশি উর্দু ও হিন্দি ভাষায় বয়ান করা হবে এবং বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে তরজমা করা হবে।

Reneta June

এর আগে, কয়েক দিন আগে থেকে প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন তাদের নিজ নিজ খিত্তায়।

রোববার ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (জুবায়েরপন্থি) বিশ্ব ইজতেমার শেষ হবে। মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন।

Labaid
BSH
Bellow Post-Green View