গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। দেইর এল-বালাহ শহরের একটি জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬ জন প্রাণ হারান।
গাজা শহরের উত্তর-পশ্চিমে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপরও বোমাবর্ষণ করেছে ইসরায়েল। সেখানে আবাসিক ভবন লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের দেইর শরাফ শহরের কাছে একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।
এছাড়া গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।







