
হাফিজ রায়হান, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সম্পন্ন হয়েছ।সোমবার ২০ মার্চ রাত সাড়ে ১২টায় জেলা পুলিশ জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্সে ৮৭ জন নারী ও পুরুষকে মাত্র ১২০ টাকার বিনিময়ে শারীরিক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ আরও অনেকে। বক্তব্যে বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহীতার বৃদ্ধিতে সকল পরীক্ষায় উত্তীর্ণদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে দেশপ্রেমে ব্রত হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।