রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুরকে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
রংপুর পুলিশ সুপারের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়।
একইসঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে তদন্ত কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামকে।
সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের ও সফিকুল ইসলাম, কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের রুপলাল ও তার ভাগ্নি জামাই প্রদীপ বাড়ি ফেরার পথে গণপিটুনিতে নিহত হয়। এ ঘটনায় রুপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।








