মালিতে সেনা ঘাঁটি এবং নাইজার নদীতে যাত্রীবাহী নৌকায় পরপর দুইটি হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীরা। এই হামলায় দেশটির ১৫ জন সেনা সদস্যসহ অন্তত ৬৪ নিহত হয়েছন।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মালির উত্তর গাও অঞ্চলের একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ১৫ জন সেনা সদস্য মারা গেছেন। এছাড়াও একই গোষ্ঠীর হামলায় দেশটির টিমবাকটুর কাছে নাইজার নদীতে যাত্রীবাহী নৌকায় হামলায় ৪৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
মালি সরকার জানিয়েছে, জেএনআইএম নামক একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা আসলে আল-কায়েদার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর একটি জোট। সরকার দাবি করে, আক্রমণের সময় দেশটির সেনাদের পাল্টা গুলিতে ৫০ জন আক্রমণকারী মারা গেছে।
মালির সেনাবাহিনী জানিয়েছে, টিমবাকটুর কাছে নাইজার নদীর ওপর নৌকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। এসময় তারা তিনটি রকেট ছোঁড়ে। গত অগাস্ট থেকে সন্ত্রাসীরা টিমবাকটু অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে সেনাদের আসতে দিচ্ছেনা। খাবারদাবারও পাঠাতে দিচ্ছে না।
সরকারের অনুরোধে মালি থেকে জাতিসংঘ ১৭ হাজার শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। ঠিক এই সময় ঘটেছে এই হামলা। এই বছরের শেষে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার শেষ করবে জাতিসংঘ।








