পুত্র সন্তানের আশায় একে একে ৬ কন্যা সন্তান
পরিবারের কারো আপত্তি ছিলো না, কিন্তু প্রতিবেশির কটু কথা সহ্য করতে না পেরে পুত্র সন্তানের আশায় একে একে ছয় কন্যার জন্ম দিয়েছেন কক্সবাজারের লুলু আল মাখনুন। এদের মাঝে দুই জোড়া যমজ। মানসিক বিপর্যয়ের শিকার ওই দম্পতি মনে করেন, সন্তান সৃষ্টিকর্তার সেরা উপহার। ছেলে আর মেয়েতে কোন ভেদাভেদ না করে শিক্ষিত এবং স্বাবলম্বী করে মানুষ করাটা জরুরি।
বিজ্ঞাপন