এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণার দুইদিনের মাথায় সভাপতিসহ ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার ২৮ অক্টোবর বেলা ৩টায় এক বক্তব্যে কমিটির সভাপতি আল আমিন সরদার এ ঘোষণার কথা জানান।
আল আমিন সরদার বলেন, “সদ্য গঠিত গোপালগঞ্জ জেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদের মতো একটি ভাইটাল পদে যাকে দেয়া হয়েছে তিনি জীবনে কোনদিনও রাজনীতি করেননি। রাজনীতির র’ও তিনি বুঝেন না। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের এক সদস্যকে কমিটির সিনিয়র সহসভাপতি পদে রাখা হয়েছে। এতে কমিটিতে থাকা নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এতে মনঃক্ষুণ্ণ হয়ে আমিসহ ৫৯ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছি।”
তিনি আরও বলেন, এর আগে ২৪ অক্টোবর ৭৯ সদস্যের গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি এবং সাবেক যুবলীগ নেতা এবং মাঠে না থাকা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ।







