চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নৌকা ডুবির ঘটনায় আত্রাই নদী থেকে আরও ৫ মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতের ঘটনায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদী থেকে চার নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আত্রাই নদী থেকে আজ সোমবার পৃথকভাবে মরদেহগুলো উদ্ধার করে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আত্রাই নদীর বাসুলী চেয়ারম্যান পাড়া, জয়ন্তীয়া ঘাট ও ঘাটপার থেকে এসব মরদেহ উদ্ধার হয়।
মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি থানা পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

উদ্ধারকৃত পাঁচজন হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শক্তিপদ রায়ের স্ত্রী ঝর্ণা বালা রায় (৫২), বোদা উপজেলার সহিন রায়ের স্ত্রী সুমিত্রা রাণী, বিমল চন্দ্র রায়ের ছেলে সূর্য রায়, ঠাকুরগাঁও সদরের অনন্ত রায়ের স্ত্রী পুষ্পারাণী (৫২) ও দেবীগঞ্জ উপজেলার ভূপেন রায়ের স্ত্রী রুপালী রায় (৩৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মমতাজ ইসলাম।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত পাঁচজনের মধ্যে পাঁচজনের পরিচয় হওয়া নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, খানসামা থেকে নদী পথে বোদা উপজেলার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।