রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালীর রাবার বাগান এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ ২৬ এপ্রিল শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।







