চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৪৫টি ব্যাগের ভেতর টুকরো টুকরো মানুষের দেহ

KSRM

মেক্সিকোর একটি গিরিখাতে ৪৫টি ব্যাগ থেকে মানুষের খণ্ড-বিখণ্ড অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেছে। গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাত জনের সন্ধান করতে গিয়ে এই ব্যাগগুলো পাওয়া যায়।

আলজাজিরা জানায়, মেক্সিকান রাজ্য জলিসকোতের একটি গিরিখাতের প্রায় ৪০ মিটার নীচে এই খণ্ড-বিখণ্ড দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। এত মানুষের দেহাবশেষ উদ্ধার হওয়ায় হুলস্থুল পড়ে গিয়েছে দেশটিতে।

Bkash July

পুলিশ জানায়, নদী থেকে যে সব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে সেগুলো পুরুষ এবং মহিলাদের। তবে এই দেহাবশেষগুলো কাদের, তা নিয়ে রহস্য বাড়ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ২০ মে দুইজন মহিলা এবং পাঁচজন পুরুষ নিখোঁজ হয়। তাদের খোঁজ চালানো হচ্ছিল। তার মধ্যেই গিরিখাত থেকে এতগুলো দেহাবশেষ উদ্ধার হয়। উদ্ধার করা দেহাবশেষ পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের সবার বয়সই তিরিশের আশেপাশে।

Reneta June

এদিকে, যে পুরুষ এবং মহিলারা নিখোঁজ হয়েছিলেন, তারা সকলেই একটি কলসেন্টারে কাজ করতেন। ঘটনাচক্রে যে জায়গা থেকে ব্যাগগুলো উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে কলসেন্টারটি কয়েক মিটার দূরে অবস্থিত।

প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে, যে কলসেন্টার থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সেখানে বেআইনি কোনো কাজকর্ম চলে। উদ্ধার হওয়া দেহাবশেষ ওই কলসেন্টারের কর্মীদের কি না তাই জানার চেষ্টা চলছে।

ফরেনসিক বিশেষজ্ঞরা মৃতদের পরিচয় এবং মৃতের সংখ্যা জানার চেষ্টা করছেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View