চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইরান সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় আফগানিস্তান এবং ইরান সীমান্তে ইরানিদের হামলায় পাকিস্তানের সীমান্তে টহলরত ৪ জন সেনা সদস্য নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে ইরানিদের আক্রমনের সময় নিহত সেনারা পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত অবস্থায় ছিল। তবে এই হামলার জন্য ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি।

Bkash July

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এ বিষয়ে ইরানের ওই হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য ইরানের সাথে যোগাযোগ করা হচ্ছে।

হামলাকারী বিদ্রোহীরা নিহত চার সেনার অস্ত্র নিয়ে গেছে। নিহত ৪ জনের মধ্যে একজন ছিলেন কর্পোরাল, একজন ল্যান্স-কর্পোরাল এবং দু’জন প্রাইভেট। পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্তবর্তী এলাকা রয়েছে। এসব এলাকায় অতীতেও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

Reneta June

দু’টি দেশের সীমান্ত এলাকায় বসবাসরত বিদ্রোহী বালুচ গোষ্ঠী জানায়, তারা আঞ্চলিক সম্পদের একটি বড় অংশের জন্য লড়াই করছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। গত মাসে বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় নয়জন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

Labaid
BSH
Bellow Post-Green View