চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সুনামগঞ্জ ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। অপরদিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আনসার সদস্যসহ দুইজন নিহত হয়েছে।

সুনামগঞ্জে আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bkash July

মেহেরপুরে নিহতরা হলেন আনসার সদস্য রাইদুল ইসলাম ও তার বন্ধু বিজন আলী। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত রাইদুল ইসলাম মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও বিজন আলী একই গ্রামের আজমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরের দিকে দারিয়াপুর থেকে মেহেরপুর গামী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় দুইজন রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

Reneta June

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনি আরো জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Labaid
BSH
Bellow Post-Green View