কুষ্টিয়ায় খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু।
রোববার (২৯ সেপ্টেম্বর) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে। নিহত ও আহত শিক্ষার্থীরা শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের মক্তবের শিক্ষার্থী। তারা মক্তবে কোরআন পড়তে যাচ্ছিল।
এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, একজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে সংবাদমাধ্যমকে জানান হাসপাতালের ডাক্তার শাহিনা খানম। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।







