চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাভারে এক পরিবারের ৩ জনকে হত্যা

KSRM

সাভারে আশুলিয়ার জামগড়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে পোশাক শ্রমিক এক দম্পতি ও তাদের শিশু ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়।

Bkash

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল ও তার স্ত্রী শাহিদা বেগম। এই দম্পতির ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলে লাশ দেখতে পেয়েছি। পাশের ঘরে হাত-পা বাধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হত্যার কারন তদন্তের শেষে বলা যাবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View