‘থ্রি ইডিয়টস’ সিনেমার গ্রন্থাগারিক ‘দুবে’ চরিত্রের অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭।
জানা গেছে, রান্নাঘরে একটি টুলের উপর উঠে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টার পরেও তাকে বাঁচানো গেল না।
অভিনেতা রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। দুর্ঘটনার সময় অভিনেতার স্ত্রী সুজান বার্নার্ট বাড়িতে ছিলেন না। একটি প্রকল্পের শুটিংয়ে হায়দরাবাদ গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ফিরে আসেন। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী।
‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ‘দুবে’ চরিত্রটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘হাজারো খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডান আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং শাহরুখ খানের ‘ডন’ সিনেমারও অংশ ছিলেন অখিল মিশ্র। এছাড়াও বেশ কিছু টেলিভিশন শো-এর অংশ ছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন