চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো ঢাকা লিট ফেস্ট

হাসান আহমেদহাসান আহমেদ
৯:২২ অপরাহ্ন ১৮, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A

দেশী-বিদেশী সাহিত্য ও সাহিত্যিকের মিলনমেলা হয়ে ওঠা তিন দিনব্যাপী ‘ঢাকা লিট ফেস্ট ২০১৭’ এর সমাপনী পর্দা নেমেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার ডিএসসি প্রাইজ জিতেছেন শ্রীলংকার তরুণ সাহিত্যিক অনুক অরুদপ্রগাসম ‘স্টোরি অফ অ্যা ব্রিফ ম্যারেজ’ উপন্যাসটির জন্য। পুরষ্কারের অর্থ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে দান করেছেন তিনি। শেষ দিন আলোকিত করেছে মর্যাদাপূর্ণ সাহিত্য ম্যাগাজিন ‘গ্রান্টার’ উদ্বোধন।

সমাপনী আয়োজনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ঘোষণা করেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার ডিএসসি প্রাইজ। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘মান এবং গুণগত বিচারে এটি দেশি-বিদেশি সবারই হৃদয় কেড়েছে। তিনি আরও বলেন, এর আগে হে ফেস্টিয়ালে বহুবার দাওয়াত পেলেও তিনি সেটিকে নিজের বলে ভাবতে পারেননি তাই যাওয়া হয়নি। ঢাকা লিট ফেস্ট ঢাকার নিজস্ব অনুষ্ঠান তাই তিনি এখানে বার বার আসেন। এটি তার মন কেড়ে নিয়েছে।

এবার পুরস্কার পেয়েছেন শ্রীলংকার সাহিত্যিক অনুক অরুদপ্রগাসম, তিনি তার ‘স্টোরি অফ অ্যা ব্রিফ ম্যারেজ’ উপন্যাসটির জন্য পুরস্কার পান। পুরস্কারের সম্পূর্ণ অর্থ রোহিঙ্গা শরণার্থীদের জন্য কাজ করা প্রতিষ্ঠানকে দান করার ঘোষণা দেন তিনি।

সকালে বাউল গানের মধ্যদিয়ে শুরু হয় উৎসবের শেষ দিন। এরপর একে একে ছয় মঞ্চে আলোচনা শুরু হয়। আবদুল করিম সাহিত্যি বিশারদ মঞ্চে ওমেন আর্ট অ্যান্ড পলিটিক্স শীর্ষক আলোচনায় বি রোলেটের সঞ্চালনায় অংশ নেন এস্থার ফ্রয়েড, নন্দনা সেন, বিগো চৌল ও সাদাফ সায্। নারীদের আলোচনায় উঠে আসে নারীদের প্রতি অসহিষ্ণুতা এবং তার প্রতিকারে করণীয়। বক্তাদের আলোচনায় আন্তর্জাতিক রাজনীতির কথাও উঠে আসে। আলোচনায় আমেরিকার নির্বাচন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির রাজনীতিও উঠে আসে।

ব্রিটিশ লেখক জন বার্জারকে সম্মাননা জানালেন তারই বন্ধু অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন। চলতি জানুয়ারি মাসে মারা যান জন বার্জার। লেখক বন্ধুকে অনন্য অসাধারণ বলেই দাবি করেন টিলডা। এই আলোচনার পরেই টিলডারসহ চার পরিচালকের দ্বারা নির্মিত একটি ডকুমেন্টারি দেখানো হয়। এটির নাম ‘দ্য সিজন্স ইন কুইন্সি; ফোর পোর্ট্রেইটস অব জন বার্জার’। এই ডকুমেন্টারিতে টিলডা অভিনয়ও করেছেন।

কলমকে কেনও এত ভয় নামক সেশনে অংশ নেন লেখক আহমদ মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক মাহবুব আজিজ। উইলিয়াম ডালরিম্পল রচিত কোহিনূরঃ দ্য হিস্টোরি অব দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ইনফেমাস ডায়মন্ড বইয়ের গল্প নিয়ে স্টোরি অব কোহিনুর সেশনটি শুরু হয়। সেশনটি সঞ্চালনা করেন সাদাফ সায্ সিদ্দিকী। ডালরিম্পলের কথায় জানা যায় এটি একটি ঐতিহাসিক বই। এখানে কোহিনূরের নানা অধ্যায় উঠে আসে। তিনি বলেন, যদিও কোহিনূরের ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি কিন্তু আকৃতির দিক থেকে বিশ্বের শীর্ষ শতাধিক হীরার মধ্যেও এটির অবস্থান নেই। কিন্তু বরাবরই এটি আলোচিত একটি হীরা।

Reneta

সকালে ভাস্কর নভেরা হলে চলছিল ‘ডিসপ্লেসমেন্ট শীর্ষক আলোচনা’। এতে অংশ নেন লেখক জেস বল, ডেভিড জেলে এবং সঞ্চালনা করেন কথা সাহিত্যিক সর্বরী আহমেদ। বক্তাদের আলোচনায় উদ্বাস্তু জনগোষ্ঠির দুর্দশার কথা ফুটে ওঠে। তবে সব ছাপিয়ে তাদের মূল পরিচয় তারা মানুষ।
কমিউনিজম অ্যান্ড জায়ানিজমঃ আনএক্সপেক্টেড ফিউচার- চার্লস গ্লাস, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ডমিনিক জিগলার, রিচার্ড লয়েড পেরি- আলোচনাটি সঞ্চালনা করেন বি রোলেট। আলোচনায় ইহুদীবাদ ও বামপন্থা নিয়ে নানা মতামত উঠে আসে। ইহুদিবাদ নিয়ে বেলফোর ঘোষণা সবচেয়ে মর্মান্তিক বলে উল্লেখ করেন চার্লস গ্লাস। অন্যদিকে কাজী নাবিল আহমেদ ফিলিস্তিনকে ইহুদীদের আবাসস্থল ঘোষণাটিকে কলোনিয়াল ইমপ্ল্যান্ট বলে আখ্যা দেন। এটিকে পুঁজিবাদীদের চাপিয়ে দেওয়া একটি পরিকল্পনা বলেই জানান তিনি। এদিকে কমিউনিজম নিয়ে বক্তাদের আলোচনায় একটি কথাই উঠে আসে যে, রুশ বিপ্লবের সেই কমিউনিজম এখন আর নেই। অনেক ধারা বদলেছে। সেক্ষেত্রে চীন বড় উদাহরণ।

‘১৯৭৪ দ্য সাইলেন্ট ইয়ার’ শীর্ষক আলোচনায় উঠে আসে চুয়াত্তরের মনন্ত্বরের কথা। এতে অংশ গর্গ চ্যাটার্জির সঞ্চালনায় অংশ নেন নাওমী হোসেন ও সৈয়দ বদরুল আহসান। বাংলাদেশের ইতিহাসে যত দুঃসময় ছিল তার মধ্যে ৭৪ এর মনন্ত্বর একটি বড় ঘটনা।

কবি শামসুর রাহমান অডিটোরিয়ামে ব্লোন টু ইটস বিডস শীর্ষক একটি আলোচনায় অংশ নেন অনুক অরুপ্রাগাজম, ক্যাথরিন ল্যাসি, করণ মহাজন। আলোচনাটি সঞ্চালনা করেন, এলিনর শ্যান্ডলার। এই তরুণ সাহিত্যিকরা সাহিত্য সৃজনে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করেন। এদের মধ্যে অনুক ও করণ ডিএসসি প্রাইজের সংক্ষীপ্ত তালিকায় ছিলেন। সিজলেজ চ্যাটার অব ড্যামন শীর্ষক আলোচনায় বাংলাদেশের তরুণ লেখক ইখতিসাদ আহমেদের সঙ্গে বসেছিলেন শ্রীলংকার বর্ষিয়ান সাহিত্যিক অশোক ফেরি। আলোচনায় বাংলাদেশ ও শ্রীলংকার সাহিত্যচর্চার বাস্তবতা নিয়ে আলোচনা করেন। শ্রীংলকা একটি দ্বীপ দেশ জনসংখ্যাও অনেক কম। তাই দুই দেশের সাহিত্যবাস্তবতাও ভিন্ন।

দুপুরে কবি শামসুর রাহমান হলে চলছিল ভাষার রাজনীতি ও ভাষার অর্থনীতি শীর্ষক আলোচনা। এই আলোচনায় অংশ নেন কিন্নর রায়, সেবন্তি ঘোষ ও আলতাফ শাহনেওয়াজ। সঞ্চালনায় ছিলেন হামিম কামরুল হক। বক্তাদের আলোচনায় উঠে আসে ভাষার নানা প্রেক্ষাপট। তারা দাবি করেন, শাসক ও শোষকের আধিপত্য থেকে বেড়িয়ে আসতে পারলেই ভাষার প্রকৃত মুক্তি ঘটবে। দুপুরের পর পর লনে সিরিয়া ওয়ার উইদাউট এন্ড শীর্ষক আলোচনায় বিবিসির সাংবাদিক জাস্টিন রোলেট, সাংবাদিক চার্লস গ্লাস এবং অধ্যাপক আজিম ইব্রাহিম অংশ নেন। সিরিয়ার যুদ্ধ বিষয়ক সংকটের ইতিহাস, পটভূমি এবং ফলাফল নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, অচিরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আসবে।

মধ্য দুপুরে আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে খাদেমুল ইসলামের সঞ্চালনায় বসেন ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ার। দ্য ব্লু টর্চ পেপার শীর্ষক আলোচনায় ডেভিড হেয়ারের জীবনী উঠে আসে। এটি ডেভিড হেয়ারের আত্মজীবনী। তার দীর্ঘ নাট্য যাত্রা নিয়েই কথা হয়। ১৯৬০ সালে কীভাবে সেই ব্রিটেনে নাটক নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়িয়েছেন সেই গল্পগুলোই দ্বিতিয়বারের মতো বলেন ডেভিড হেয়ার।

মধ্যদুপুরে ধর্ষণ পুরুষের ক্ষমতা, পৌরুষের অক্ষমতা শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এতে অংশ নেন আনোয়ারা সৈয়দ হক, সাদেকা হালিম, রিতা দাস রয় এবং বীণা বিশ্বাস। বক্তাদের আলোচনায় উঠে আসে,পুরুষরা ধর্ষণকে নিজের জন্মগত অধিকার বলেই মনে করে। তারা দাবি করেন, নারীর প্রতি সহিংসতার সর্বোচ্চ নৃশংসতা হচ্ছে ধর্ষণ এবং এটি স্বাভাবিক। এর জন্য দায়ী আমাদের সামাজিক অবকাঠামো। আলোচনা শেষে বক্তারা দাবি করেন, পারিবারিক অনুশাসনই পারে ধর্ষণ রুখতে।

শেষ বিকেল মাতিয়েছেন কবি হেলাল হাফিজ। কবি উৎসবের আয়োজকদের অভিনন্দিত করেন এবং স্বকণ্ঠে স্বরচিত সাতটি কবিতা পাঠ করেন। এরপরপরই নাইজেরিয়ান সাহিত্যিক বেন ওকরি ও টিল্ডা সুইন্টন নিজেদের লেখা থেকে পাঠ করেন একই মঞ্চে।

নানা আয়োজনে শিশুদের জন্যও ছিলো চার থেকে ৫টি শেসন। অংক শেখা, গল্প বলা, নন্দনা সেনের গল্প বলাসহ আরও কয়েকটি আয়োজন। দিন শেষ সমাপনির ঠিক আগেই আব্দুল করিম সাহিত্যবিশারদ হলে ছিলো ব্রিটিশ সাহিত্য ম্যাগাজিন গ্রান্টার মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচনে ছিলেন গ্রান্টার অনলাইন এডিটর।
উৎসবের সমাপনীতে প্রদর্শিত হয় কান উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র ‘ওকচা’।

ট্যাগ: শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক সপ্তাহের জন্য ইউক্রেনে ‘আংশিক যুদ্ধবিরতিতে’’ রাশিয়া

জানুয়ারি ৩০, ২০২৬

পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিলেন তথ্য উপদেষ্টা

জানুয়ারি ২৯, ২০২৬

আ’লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ’লীগ থাকবে: মাহফুজ আলম

জানুয়ারি ২৯, ২০২৬

ছাদখোলা বাস, সংবর্ধনা এবং আরও সাফল্য তৃষ্ণায় শেষ ঘরে ফেরার আয়োজন

জানুয়ারি ২৯, ২০২৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: রাজশাহী ও নওগাঁয় তারেক রহমান

জানুয়ারি ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT