কৃষি, কৃষক আর প্রান্তজনের কথা বলে যাবে চ্যানেল আই

কৃষি, কৃষক আর প্রান্তজনের কথা বলে যাবে চ্যানেল আই, রজত জয়ন্তীতে এই প্রত্যাশার কথা বলেছেন সারা দেশ থেকে আসা মানুষ। গ্রামের মানুষ, বিশেষ করে উন্নয়নের সুফল এখনো পৌঁছেনি এমন জনপদের চালচিত্র আরো বেশি করে উঠে আসবে চ্যানেল আইয়ের খবরে, অনুষ্ঠানে, নির্মাণে, চাওয়া তাদের। কৃষিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে অতীতের মতো প্রচারণা অগ্রাধিকারে থাকবে সেই দাবি কৃষাণীর।
বিজ্ঞাপন