এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার ২০ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা জানান, বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ঢাকার ১৩টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতি দেখা যায়।
তবে প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে ১০-দলীয় জোটের প্রার্থীই বেশি। তারা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই তারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ঢাকার ১৩টি আসনে ইতোমধ্যে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা সম্পন্ন করা হয়েছে।
আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।








