চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিমান বন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিতরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়াার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের প্রধান এই বিমান বন্দরে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন তৃতীয় তলার একটি বাথরুম থেকে আগুনের সুত্রপাত। পরিস্থিতি আয়ত্বের মধ্যে রাখতে এয়ারপোর্ট এলাকায় মোতায়েন করা হয় আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখক সদস্য। সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় তারা। প্রায় দেড় ঘন্টার মতো বন্ধ ছিল দেশের প্রধান এই বিমান বন্দরে ফ্লাইট ওঠা-নামা। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানান এয়ারপোর্ট অথরিটি এবং ফায়ার সার্ভিস। এর পর পরই যাত্রীদের জন্য খুলে দেয়া হয় বিমান বন্দরের সব গেট।

বিস্তারিত দেখুন মঈন হোসেনের ভিডিও চিত্রে চকোর মালিথার রিপোর্টে: